1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

দিরাইয়ে সরকারী সেবা প্রাপ্তি, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮, ৩.৩০ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে সরকারী সেবা প্রাপ্তি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং প্রতিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কমসূচীর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্ত শরিফুল ইসলামের সভাপতিত্বে ও ব্র্যাক জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান তালুকদার। শুরুতে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ব্্রাক উপজেলা উন্নয়ন সমন্বয়কারী পারুল আক্তার। সেবা প্রাপ্তীতে করনীয় শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন বিশেষ অতিথি সহকারী কমিশনার ভুমি বিশ্বজিৎ দেব।এছাড়াও কর্মশালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে বক্তব্য রাখেন সেক্টর স্পেশালিষ্ট (সামাজিক ক্ষমতায়ন ও জেন্ডার) ব্র্যাক মোঃ সুলতান মাহমুদ, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনসহ অংশগ্রহণকারী সরকারী-বেসরকারি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারগণ মুক্ত আলোচনায় অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাফিজুর রহমান তালুকদার বলেন, হাওরের অসহায় দরিদ্র মানুষের উন্নয়নে ব্র্যাক পরিচালিত কর্মকান্ড মানুষের জীবনমান পরিবর্তনে গুরুত্বর্পূন ভমিকা রাখছে। বাল্যবিবাহ আর নারী নির্যাতন অনেকাংশে কমে গেছে, এখন বাবা-মা ছেলে মেয়েদের বাল্যবিবাহ দেওয়ার আগে শতবার চিন্তা করেন। ব্র্যাকের এ কর্মসুচি চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্য শরিফুল ইসলাম বলেন, সরকারের পাশাপাশি ব্রাক পরিচালিত কর্মকান্ড হাওরের উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখছে। সরকারী সেবা প্রাপ্তি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সকলের সহযোগীতা যার যার পর্যায় থেকে সচেতন হওয়া এবং করণীয় বা অর্পিত দ্বায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন তিনি। ব্রাকের উপজেলা সমন্ময়কারী পারুল আক্তার জানান, সমাজের সকল শ্রেণির মানুষকে সংবেদনশীল করার লক্ষ্যে, সকল প্রকার জেন্ডার বৈষম্য দূরিকরণ, নারী – শিশু নির্যাতন মুক্ত পরিবার ও সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কাজ করে আসছে ব্রাকের সমন্মিত উন্নয়ন কর্মসুচি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!