স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী। গতকাল তার হাতে মনোনয়ন পত্র তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
মিজান চৌধুরী মনোনয়ন পাওয়ায় উজ্জীবিত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা তার পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণার অঙ্গিকার করেছেন।
মনোনয়ন পেয়ে মিজান চৌধুরী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা এবং কেন্দ্রীয় নেতাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।