স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার সেরা করদাতা মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের পরিচালক এবং সার্ক চেম্বারের সদস্য সজীব রঞ্জন দাশ। সোমবার সিলেটের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্টিত সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে সজীব রঞ্জন দাশকে সেরা করদাতার সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সজীব রঞ্জন দাশ সেরা করদাতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। প্রথম সর্বোচ্চ আয়কর প্রদানকারী ক্যাটাগরিতে তিনি সেরা করদাতা মনোনীত হন। এর আগেও তিনি টানা কয়েক বছর ধরে সেরা করদাতার পুরস্কার পেয়েছেন।