স্টাফ রিপোর্টার::
আওয়ামী লীগের পর মহাজোটের শরিকদল জাতীয় পার্টিও মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা। সুনামগঞ্জের দুটি আসনে জাতীয় পার্টির চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রাজধানী ঢাকার গুলশানের একটি কনভেনশন সেন্টার থেকে প্রার্থীরা মনোনয়নপত্র কিনেন।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্বরপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ বর্তমান সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্। রবিবার দুপুরে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি গত জাতীয় নির্বাচনে যুবলীগ থেকে পদত্যাগ করে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে বিনাপ্রতিদ্বন্ধিতায় এমপি নির্বাচিত হয়েছিলেন। উল্লেখ্য এর আগে গত মাসে জাতীয় পার্টির সুনামগঞ্জ জেলা কাউন্সিলের হুসেইন মুহাম্মদ এরশাদ এডভোকেট পীর মিসবাহকে প্রার্থী ঘোষণা করে গিয়েছিলেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক এমপি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল মজিদ মাস্টার। এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাপা নেতা জাহাঙ্গীর আলম। এছাড়াও এই আসনে রুহুল আমিন নামের আরেকজন জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।