স্টাফ রিপোর্টার::
বহুল প্রত্যাশিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ একনেকসভায় অবশেষে অনুমোদন লাভ করেছে। রবিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত একনেকসভায় ‘বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল’ নামে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১০৭ কোটি ৮৮ লক্ষ ৯৮ হাজার টাকা। আগামী ২ বছরের মধ্যেই কলেজটির নির্মাণকাজ শেষ হবে। সুনামগঞ্জ জেলার কেন্দ্রস্থল সদর উপজেলার মদনপুরে (দিরাই রাস্তার পয়েন্টে) মেডিকেল কলেজটি নির্মিত হবে।
রবিবার রাত সাড়ে সাতটায় বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
এদিকে একনেকসভায় ‘বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল’ নামে মেডিকেল কলেজটি অনুমোদন লাভ করায় আনন্দে ভাসছে সুনামগঞ্জবাসী। সুনামগঞ্জবাসী প্রকল্প অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি এর নেপথ্যের নায়ক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকেও অভিনন্দন জানিয়েছেন।