বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে বেড়ানোর নাম করে নাশকতামূলক কর্মসূচি ও রাষ্ট্রবিরোধ সভা করায় বুয়েটের জামায়াত শিবিরের কর্মী ৩১ শিক্ষার্থীসহ ৩৪ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। রবিবার আটকের পর সোমবার বিকেলে তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় তাহিরপুর আমলগ্রহণকারী আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিক তাদেরকে কারাগারে প্রেরণ করেন। তাহিরপুর থানায় সোমবার মামলাটি দায়ের করেছেন এসআই রাশেদুল কবীর। গ্রেপ্তারকৃতরা জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং গোপনে মিটিং করতেই টাঙ্গুয়ার হাওরে এসেছিল বলে জানায় পুলিশ। তাছাড়া আদালতে আনার পর সুনামগঞ্জ জেলা ছাত্র শিবির ও জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতাকর্মীদের দেখা গেছে।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, পর্যটকরা মূলত শুক্র ও শনিবার আসেন। এই দুইদিন টাঙ্গুয়ার হাওর মুখর থাকে। গতকাল রোববার টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর জন্য একটি লোকাল হাউসবোট ভাড়া করে কিছু শিক্ষার্থী শ্রীপুর এলাকায় গিয়ে হাউসবোটের মধ্যেই রাজনৈতিক ও নাশকতামূলক রাষ্ট্রবিরোধী সভা শুরু করে। আমরা খবর পাওয়ার পর অনুসন্ধান চালিয়ে প্রাথমিক সত্যতা পাই তারা জামায়াত শিবিরের নেতাকর্মী এবং এখানে বেড়ানোর নাম করে মূলত নাশকতামূলক সভা করতে এসেছে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ৩১ জন বুয়েটের এবং ৩ জন সদ্য এসএসসি পাশ শিক্ষার্থী। তারা সবাই জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নেতাকর্মী। বেড়ানোর জন্য নয় গোপন সভা করার জন্যই টাঙ্গুয়ার হাওরকে বেছে নিয়েছে। তাই শুক্র ও শনিবারের বদলে রোববারে এসেছে।
তিনি আরো জানান, রোববার সন্ধ্যায় তাদেরকে আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হয় আলাদাভাবে। মূলত শিবিরের নেতাকর্মীরা বেড়ানোর নাম করে এখানে এসে গোপনে নাশকতামূলক সভা করেছে। এর আগেই আমরা খবর পেয়ে তাদেরকে গ্রেপপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।
তিনি আরো জানান, বুয়েটের গ্রেপ্তারকৃতরা হলেন, আফিফ আনোয়ার (২৪), বখতিয়ার নাফিস (২৪), মোঃ সাইখ সাদিক (২১), ইসমাইল ইবনে আজাদ (২১), সাব্বির আহম্মেদ (২১), তাজিমুর রাফি (২০), পিতা-মোঃ শওকত আলী, মোঃ সাদ আদনান অপি (২২), মোঃ শামীম আল রাজি(২০), মোঃ আব্দুলাহ আল মুকিত (২৩), মোঃ জায়িম সরকার (২১), হাইছাম বিন মাহবুব(২৫), মাহমুদুর হাসান (২২), খালিদ আম্মার (২১), মোঃ ফাহাদুল ইসলাম (২৩), তানভির আরাফাত ফাহিম (২১), এ টি এম আবরার মুহতাদী (২১), মোঃ ফয়সাল হাবিব (২০), আব্দুল বারি (২৪), আনোয়ারুল্লাহ সিদ্দিকী (২৮), মোঃ বাকি বিল্লাহ(২৮), মাহাদি হাসান(২৩), আলী আম্মার মৌয়াজ(২৫), টি এম তানভির হোসেন(২৬), মোঃ রাশেদ রায়হান(২৪), সাকিব শাহরিয়ার(২৩), ফায়েজ উস সোয়াইব (২৪), আব্দুর রাফি (২৫), আশ্রাফ আলী (২৫), মোঃ মাহমুদ হাসান (২৫), মোঃ এহসানুল হক (২৪), মাঈন উদ্দিন (২৪), রাইয়ান আহম্মেদ সাজিদ (১৭), তানিমুল ইসলাম (১৫), মোঃ আব্দুল্লাহ মিয়া (১৮)।
ওসি ইফতেখার জানান, গ্রেপ্তারকৃতরা সবাই জামায়াত শিবিরের সঙ্গে সম্পৃক্ত। সবাইকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে##