1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত জানিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট! বান্দরবানের বাকলাইতে পাওয়া গেল দুই ‘কেএনএফ’ সদস্যের মরদেহ সড়ক দুর্ঘটনায় সিলেটে নিহত ৩ ভারতের দ্বিতীয় দফা নির্বাচনে ৮৮ আসনে ভোটগ্রহণ শুরু প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে :প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দেশের যে যে বিভাগ গুলোতে টানা ৩ দিন ঝড়বৃষ্টি হতে পাড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুড়তে গিয়ে এক পর্যটকের মৃত্যু রোববার থেকে খোলা হতে পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান এ বিষয়ে যা জানাল মন্ত্রণালয় সিলেটের মাঠে ভারতকে হারাতে প্রস্তুত বাঘিনীরা মে মাসের প্রথম সপ্তাহে অতি বৃষ্টিপাতে সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা

জামালগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই: সর্বোচ্চ ভোট পেলেন রেজাউল করিম শামীম

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০.২৪ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নের জন্য প্রার্থীদের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদের ৬১জন সদস্য পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন। সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম। তিনি ৬১ ভোটের মধ্যে ৫৭ ভোট পেয়ে নির্বাহী পরিষদের সমর্থন লাভ করেছেন। এদিকে প্রার্থী নির্বাচনে তৃণমূলের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আসন্ন নির্বাচনে এই পন্থা অনুসরণের জন্য আহ্বান জানিয়েছেন তারা।
উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ মৃত্যুবরণ করেন। করোনার কারণে নির্বাচন কমিশন নির্বাচনী তৎপরতা বন্ধ রাখায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি নির্বাচন কমিশন আগামী ২০ অক্টোবর জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তারিখ ঘোষণা করেছে। এই ঘোষণার পরই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। প্রার্থী বেশি থাকায় উপজেলা আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে ভোটাভুটির উদ্যোগ নেয়। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রার্থী নির্বাচনে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেন। বৈঠকে ভোটাভুটি করে প্রার্থী নির্বাচনের মতামত দেন সদস্যবৃন্দ। এই বিষয়টি মেনে নেন সম্ভাব্য প্রার্থীরাও।
ভোটাভুটি শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক নবী হোসেন ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা গেছে ৬১ ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন লাভ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম। ২৬ ভোট পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক আকবর হোসেন। ২৩ ভোট পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দীজেন্দ্র লাল দাস। অন্যদের মধ্যে প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদের ছেলে ইকবাল আল আজাদ ৮ ভোট, মাজহারুল ইসলাম রোকন ২ ভোট এবং শাহানা আল আজাদ ২ ভোট পেয়েছেন। চেয়ারম্যান পদে উপস্থিত প্রার্থীদের সামনেই প্রকাশ্যে ভোটাভুটি শেষে ফলাফল ঘোষণা করা হয়। সবচেয়ে বেশি ভোট পেয়ে দলীয় প্রার্থী হিসেবে তৃণমূলের সমর্থন পাওয়ায় রেজাউল করিম শামীম নির্বাহী পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদ আজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ভোটাভুটি করে নিজেদের মতামত প্রকাশ করেছেন। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী দল। তৃণমূল আজ পছন্দের প্রার্থী সমর্থন দিয়ে সেটাই প্রমাণ করেছে। ভোটাভুটিতে সর্বোচ্চ ভোট পেয়ে রেজাউল করিম শামীম দলীয় প্রার্থী হিসেবে তৃণমূলের মতামত পেয়েছেন।
চেয়ারম্যান পদে সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম বলেন, আমি তৃণমূল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই অন্যান্য এলাকার জন্যও প্রেরণা হয়ে থাকবে। তৃণমূলের এই সমর্থন আশা করি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডও মূল্যায়ণ করবেন। আমি দলীয় সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার সিদ্ধান্তকেই মেনে নেব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!