1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাই-শাল্লায় উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন ২৯ প্রার্থী সুনামগঞ্জের চার উপজেলায় ৫৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ বাংলার দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো ‘পুষ্পা টু’ ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ ইউটিউবার টিম রাকিব পুলিশের সামনে মিথিলাকে পেটাল রূপান্তর নাটক: ট্রান্সজেন্ডার নাটকটি করায় জোভানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা বুবলীর আগের একটি সংসার ছিল ও একটি মেয়ে আছে: সুরুজ বাঙালি চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথরে চাপায় এক যুবক নিহত দিরাই-শাল্লায় বিএনপির দুই নেতাসহ চেয়ারম্যান পদে লড়ছেন নয় জন প্রার্থী ইতালির লিগ পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতলো ইন্টার মিলান

সুনামগঞ্জে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে শোক সভা, মিলাদ মাহফিল

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০, ৪.২৭ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশন সহ ৪১টি শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে সুনামগঞ্জে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধির উদ্যেগে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
িৈদনক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহমবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, দীপ্ত টিভির সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুয়েব চৌধুরী, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সাংবাদিক অরুন চক্রবর্তী, হিমাদ্রি শেখর ভদ্র মিঠু, মাসুক মিয়া, আহমেদ মুজতবা চৌধুরী রাজী, জসিম উদ্দিন, আমিনুল হক, লিটন পীর, দেওয়ান তছদ্দুক রেজা ইমন, আমিনুল ইসলাম, আশিকুর রহমান পীর, ফুয়াদ মনি, দিলাল আহমদ, মোশাইদ আহমদ রাহাত, কর্ণ বাবু দাস প্রমুখ।
পরে দোয়া মাহফিল পরিচালনা করেন, শিক্ষক ও সাংবাদিক মো. আমিনুল হক।
এসময় বক্তরা বলেন, দেশের কিছু কৃর্তিমান মানুষ আছেন, যারা তাদের কর্মের মাধ্যমে দেশের মানুষের মধ্যে বেঁচে থাকবেন, তাদের মধ্যে নুরুল ইসলাম একজন, তিনি তাঁর কর্মের মাধ্যমে দেশের কাছে যুগ যুগ বেঁচে থাকবেন। তিনি দেশের হাজারো মানুষের কর্মসংস্থান করে গেছেন। তিনি একজন সৎ, মেধাবী মানুষ ছিলেন। তিনি দেশের ব্যবসায়ীদের কাছে একজন উদাহরণ। কারণ তিনি ঋণ খেলাপী ছিলেন না, বিদেশে কোন সম্পদ নেই। সব সম্পদ তাঁর দেশে। করোনাকালে দেশের কন্যাণে কাজ কওে গেছেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!