1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাই-শাল্লায় উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন ২৯ প্রার্থী সুনামগঞ্জের চার উপজেলায় ৫৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ বাংলার দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো ‘পুষ্পা টু’ ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ ইউটিউবার টিম রাকিব পুলিশের সামনে মিথিলাকে পেটাল রূপান্তর নাটক: ট্রান্সজেন্ডার নাটকটি করায় জোভানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা বুবলীর আগের একটি সংসার ছিল ও একটি মেয়ে আছে: সুরুজ বাঙালি চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথরে চাপায় এক যুবক নিহত দিরাই-শাল্লায় বিএনপির দুই নেতাসহ চেয়ারম্যান পদে লড়ছেন নয় জন প্রার্থী ইতালির লিগ পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতলো ইন্টার মিলান

সোনালী আঁশ আবার ফিরে আসুক সৌরভে গৌরবে: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯, ১.৫৫ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের হস্তশিল্পের প্রসার ঘটাতে হবে। যেকোনো হাতের কাজ করা জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। এ ধরনের জিনিস দেখলেই মন ভরে যায়। এটাই তো প্রকৃত শিল্প। আর সেটা যদি পাটের হয়, তবে তো কোনো কথাই নেই। আমরাও চাই পাট আবার ফিরে আসুক, গৌরব ও সৌরভ নিয়ে। তাছাড়া প্লাস্টিক আমাদের ভীষণ ক্ষতি করছে। কাজেই প্লাস্টিকের অন্যতম বিকল্প হতে পারে পাট।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইস্টার্ন প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত জারমার্টজ লিমিটেডের পাটপণ্য বিক্রয়কেন্দ্রের উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। এ সময় জারমার্টজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান, চেয়ারম্যান ব্যারিস্টার নূর উল মতিন জ্যোতি এবং এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহিন আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, শুধু আমাদের দেশে নয় বরং সারা বিশ্বেই পাটশিল্প ছড়িয়ে দিতে হবে। পাট ভালো বিকল্প হতে পারে প্লাস্টিকের। আজকে যে বিক্রয়কেন্দ্র দেওয়া হয়েছে, এ ধরনের কাজে আমাদের সরকার, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী খুবই উৎসাহ দেন। আমরা এর জন্য নানা ধরনের সহায়তাও দিচ্ছি।

তিনি বলেন, ‘আমরা চাই প্রাইভেট সেক্টরগুলো পাটের বহুমুখী পণ্য তৈরিতে এভাবেই এগিয়ে আসুক। আমরা তাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেব।’

এ দিকে, জারমার্টজের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান জানান, আমরা পাটের বহুমুখী পণ্য রপ্তানি করি। দেশের মানুষ পাটের পণ্যের ব্যবহার বাড়াক আমরা এটাই চাই। এ লক্ষ্যেই এটা আমাদের প্রথম বিক্রয়কেন্দ্র। এ সময় পর্যায়ক্রমে রাজধানীর গুলশান, বনানীসহ প্রতিটি জেলায় জারমার্টজ লিমিটেডের শোরুম নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইস্টার্ন প্লাজার বহুমুখী পাটপণ্যের এই বিক্রয়কেন্দ্রটিতে রয়েছে পাটের শাড়ি, পাটের তৈরি ব্যাগ, বাস্কেট, বাহারি ডিজাইনের টেবিল ম্যাট, গিফট আইটেমসহ নানা পণ্য।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!